Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি সম্মানিত হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে একটি ‘হজ বুথ’ চালু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হজ বুথটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক ও যুগ্মসচিব মোঃ সাইফুল ইসলাম, ব্যাংকের মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, শরীয়াহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের মুরাক্বিব মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়া, উত্তরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মঈনউদ্দিন হোছাইন, দক্ষিণখান শাখার ব্যবস্থাপক এ.টি.এম. সাখাওয়াৎ হোসাইন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।