খোলাবাজার২৪, মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক এর উপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন ডিসি অফিস ভবনে রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, সিনিয়র সাংবাদিক গোপাল কৃষ্ণ মন্ডল, তথ্য দর্পণের উপদেষ্টা সম্পাদক আফজাল হোসেন লাভলু, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হাসান মামুন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাসির উদ্দিন সেলিম, জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মনিরুল ইসলাম চৌধুরী, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রী, নিউজ ২৪ টেলিভিশন’র জেলা প্রতিনিধি ইমন চৌধুরী প্রমূখ। সঞ্চালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু। এসময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।