খোলাবাজার২৪,শনিবার, ১১ জুন, ২০২২ঃ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি । পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল জেলা বিএনপি কার্যালয়ে থেকে বের হতে চাইলে পুলিশের বাধার মুখে ল’ইয়ারস্ প্লাজার সামনে পদসভা মাধ্যমে শেষ হয়। পদসভায় আলমগীর হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্য এখন সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবী করে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য এ্যাডঃ আবুল কালাম আকন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সালাম বাতেন, সাবেক সহ সভাপতি এলিজা জামান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।