Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ১৮ জুন, ২০২২ঃ দেশে প্রথম বারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে  ১৯ জুন রবিবার বাবা দিবসে   ২৫ জন বাবাকে সম্মানিত করা হবে রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্রান্ড বল রুমে।

গর্বিত বাবা ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবং ফেসবুক পেইজের মাধ্যমে সন্তান নিজের বাবার জন্য অথবা যে কোন ব্যক্তি অন্যের বাবার জন্য এই আবেদন করতে পেরেছে। যে বাবা তার সন্তানকে নিয়ে গর্ব করতে পারে  এরকম ২৫ জন বাবাকেই বাছাই করা হয়েছে উক্ত এওয়ার্ড এর জন্য। গর্বিত বাবা ফাউন্ডেশনের কর্মীরাই বিচার বিশ্লেষণ করে ২৫ জন বাবাকে মনোনিত করেছে।

প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে নিয়ে আলাদাভাবে বাবাদিবসের কেক কাটবে। এর পর দেশ সেরা ক্ষুদে শিল্পী জাইমা নূর গাইবে বাবাকে নিয়ে গান। উপস্থাপিকা  শান্তা জাহান এর সঞ্চালনায় বাবাদের হাতে এওয়ার্ড তুলে  দিবেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং উত্তরীয় পরিয়ে দেবেন বিশেষ অতিথিরা।

উল্লেখ্য বাবাদের জন্য কাজ করার স্বপ্ন নিয়েই গর্বিত বাবা ফাউন্ডেশন যাত্রা শুরু করেছে।  সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে “আন্ডারস্টান্ডিং ড্যাড” এবং ‘’বাবাকে জানো” প্রোগ্রাম চালু থাকবে। “বাবা” নামে একটি ত্রৈ-মাসিক ম্যাগাজিন বের করবে সংগঠনটি। যেখানে থাকবে ছবি, চিত্রাঙ্কন,  স্মৃতিকথা, ছোট গল্প ও কবিতা । সংগঠনটির  বড় একটি স্বপ্ন আছে , তারা একটি “ আনন্দ আশ্রম’’ প্রতিষ্ঠা করবে । বৃদ্ধ বাবারা যাতে শেষ দিনগুলি সুন্দরভাবে আনন্দঘণ পরিবেশে উদযাপন করতে।