Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ১৯ জুন, ২০২২ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এ সদ্য নিয়োগপ্রাপ্ত ৪৮ জন অফিসারদের তৃতীয় ব্যাচের ১০দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং কোর্স অন ওভারঅল ব্যাংক ম্যানেজমেন্ট’ শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান ১৯ জুন, রবিবার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সার্বিক উন্নয়নে জ্ঞানগত যোগ্যতা সম্পন্ন ব্যাংকার তৈরি হওয়া আবশ্যক। ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংকিং-এর বিভিন্ন দিক সম্পর্কে পরিষ্কারভাবে জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে নিজ কর্মসম্পাদন প্রতিফলনের জন্য তিনি অফিসারদের আহ্বান জানান।
উন্নত নৈতিক চারিত্রিক গুনাবলী অর্জন এবং দায়িত্বশীলতার সাথে কর্মসম্পাদন করে ব্যাংককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উপব্যবস্থাপনা পরিচালক অফিসারদের পরামর্শ দেন।