খোলাবাজার২৪, সোমবার, ২০ জুন, ২০২২ঃ দেশে প্রথম বারের মতো গর্বিত বাবা ফাউন্ডেশনের উদ্যোগে গত রবিবার বাবা দিবসে ২৫ জন বাবাকে সম্মানিত করা হয়েছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনের গ্রান্ড বল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য জনাব মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিজ সারাফাত। জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রেখেছেন গর্বিত বাবা ফাউন্ডেশনের সেক্রেটারী মেহেদী হাসান। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে “আন্ডারস্টান্ডিং ড্যাড” এবং ‘’বাবাকে জানো” প্রোগ্রাম চালু থাকবে। “বাবা” নামে একটি ত্রৈ-মাসিক ম্যাগাজিন বের করা হবে । যেখানে থাকবে ছবি, চিত্রাঙ্কন, স্মৃতিকথা, ছোট গল্প ও কবিতা । সংগঠনটির বড় একটি স্বপ্ন আছে , তারা একটি “ আনন্দ আশ্রম’’ প্রতিষ্ঠা করবে। বৃদ্ধ বাবারা যাতে শেষ দিনগুলি সুন্দরভাবে আনন্দঘণ পরিবেশে উদযাপন করতে তার জন্য সকল প্রকার ব্যবস্থা থাকবে ।
এরপর দেশ সেরা ক্ষুদে শিল্পী জাইমা নূর বাবাকে নিয়ে গানটি পরিবেশন করেন ।
প্রত্যেক বাবা তার সন্তান ও পরিবারকে নিয়ে আলাদাভাবে বাবাদিবসের কেক কেটেছে। উপস্থাপিকা শান্তা জাহান এর সঞ্চালনায় বাবাদের হাতে এওয়ার্ড তুলে দিয়েছেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং উত্তরীয় পরিয়ে দিয়েছেন বিশেষ অতিথিরা। অনুষ্ঠানে গর্বিত বাবা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ কুমার আগারওয়ালা বলেন, আপনারা আমাদের সাথে থাকুন। সমর্থন দিন । এই সংগঠগনকে আমরা অনেক দূর নিয়ে যাবো। ড. চৌধুরী নাফিজ শারাফাত এর বাবা শারাফাত হোসেন চৌধুরীকে বিশেষ এওয়ার্ড দেয়া হয়।
এছাড়া অন্যান্য এওয়ার্ড প্রাপ্তরা হলো দিলীপ কুমার আগারওয়ালা এর বাবা অমিও কুমার আগারওয়ালা, সামাউন আহমেদ মৌসুমী এর বাবা বশিরআহমেদ, কাওসার আহমেদ এর বাবা আলী আকবর, সালাউদ্দিন চৌধুরী এর বাবা আব্দুল আজিজ চৌধুরী, হাবিব ওয়াহিদ এরবাবা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যা সিনহা শাহা মিম এর বাবা বিরেন্দ্র নাথ শাহা, বাপ্পি চৌধুরী এর বাবা ননী গোপাল শাহা, ড. গোলাম মাহমুদর রায়হান এরবাবা আতাউররহমান, কিশোর কুমার দাস এর বাবা হরিপদদাস, মাশরাফি বিন মর্তুজা এম. পি. এর বাবা গোলাম মর্তুজা, জয় ই মামুন এরবাবা গাজীআবদুললতিফ, তৌহিদ আফিদ্রী এর বাবা নাসির উদ্দিন সাথী, অমিতকুমারপাল ও মৃনাল কুমার পাল এরবাবা উত্তম কুমার পাল, শরিফা চৌধুরী এরবাবা আব্দুল গাফফার চৌধুরী, আবদুল্লাহ আল মামুন এর বাবা বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, ড. মোহাম্মদ আসাদুজ্জামান এরবাবা আজিজুল হক, শাকিল আহমেদ ভাস্কর ও ইঞ্জি. শাহরির আহমেদ শিল্পী এর বাবা সিরাজউদ্দিন আহমেদ , দিলশাদ নাহার কনা এর বাবা দৌলত উল্লাহ, আবু সায়েম এর বাবা আলমগির হোসেন, রুকন উল হাসান এর বাবা নজরউদ্দিন, পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি এর বাবা বীরমুক্তিযোদ্ধা ইঞ্জি.মোঃআবুল হাশেম মিয়া, তাহসান রহমান খান, এর বাবা সানাউর রহমান খান , সিয়াম আহমেদ, এরবাবা এড.নাসির উদ্দিন আহমেদ, জনাব রেদওয়ান রনি এর বাবা জনাব রজব আলী।