Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার২৪, সোমবার, ২০ জুন, ২০২২ঃ জুন ২০, ২০২২ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আউটলেটগুলো হলো- কক্সবাজারের ঈদগাঁও-এর বাঁশঘাটা বাজারে, চট্টগ্রামের বোয়ালখালীর বেঙ্গুরা বাজারে এবং ফরিদপুরের বোয়ালখালীর সহস্রাইল বাজারে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় মোঃ জহুরুল হক ও মোঃ মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।