Sat. Apr 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪, মঙ্গলবার, ২১ জুন, ২০২২ঃ খেলাফত হোসেন খসরু,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরে একটি হত্যা মালায় ১জনকে যাবজ্জীবন কারাদন্ড,১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত শওকত আলী সদর উপজেলার ভোরা গ্রামের মৃত আশ্রাব আলী খানের পুত্র। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক এস,এম,নূরুল ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেণ। মামলার বিবারনে জানাযায়, সদর উপজেলার পোরগোলা এলাকার বাসিন্দা সৌদী প্রবাসী রফিকুল ইসলামের ১ম স্ত্রী (গ্রামের বাড়ীতে থাকতে) মমতাজ বেগম পার্শ^বর্তী গ্রামের মৃত আশ্রাব আলী খানের পুত্র শওকত আলীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন। মায়ের সাথে এ অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় বাগেরহাটে মাদ্রাসায় পড়–য়া পুত্র মাইনুল ইসলাম(১১) এর উপর ক্ষিপ্ত হয় প্রেমিক শওকত। শওকত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঘটনার দিন ২৩মার্চ রাতের কোন এক সময় মাইনুকে ফুশলিয়ে বাগমারা চরে নিয়ে শ^াস রোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের দাদী রোকেয়া খাতুন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় শওকতকে আসামী করে হত্যা মামলা (সেসন মামলা নং-৯৮/০৬,জিআর মামলা নং-৮৭/০৩,থানা মামলা নং-১৯,তাং-২৭/০৩/২০০৩)দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চার্জসীট দেয়। বাদী পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোঃ জহুরুল ইসলাম ও আসামী পক্ষে এ্যাড. মোঃ দেলোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।