Wed. Oct 22nd, 2025
Advertisements

খোলাবাজার২৪, শুক্রবার, ২৪ জুন, ২০২২ঃ  সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, বসুন্ধরার দেওয়া সাড়ে ৫ হাজার প্যাকেট খাবার বন্যাকবলিত উপজেলাগুলোতে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে। কুশিয়ারা নদীর পানি বাড়ায় যেসব এলাকা নতুন করে বন্যাকবলিত হয়েছে সেসব এলাকাগুলোতেই বসুন্ধরার ত্রাণ যাবে বলে জানান তিনি।

আজ শুক্রবার (২৪ জুন) সকাল সোয়া ১০টার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বসুন্ধরার ত্রাণ গ্রহণকালে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসকের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বুঝে নেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এনডিসি পল্লব হোম দাস।বসুন্ধরা গ্রুপের পক্ষে সিলেটের জেলা প্রশাসকের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ফরেন অ্যাডভাইজার ড. সাজ্জাদ হায়দার, হেড অব পাবলিক রিলেশন অফিসার (পিআর) মেজর (অব.) শেখ মোহাম্মদ মিজানুর রহমান, মেজর (অব.) জুবায়ের আহমেদ সরকার, স্কোয়ার্ডন লিডার (অব.) গোলাম মোস্তফা, লেফটেন্যান্ট (অব.) আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি আমিনুল ইসলাম প্রমুখ।

ত্রাণ সামগ্রি আনুষ্ঠানিকভাবে গ্রহণ শেষে জেলা প্রশাসক মো. মজিবর রহমান গণমাধ্যমকে বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাড়ে ৫ হাজার প্যাকেট খাবার ওনারা দিয়েছেন। আমরা সেগুলো উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেবো। এসময় তিনি সরকারের ত্রাণ বিতরণের বিষয়ও তুলে ধরে বলেন, সিলেটে সুরমা নদীর পানি কিছুটা কমলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এ অঞ্চলের পানি কিছুটা বেড়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে সরকারের কাছ থেকে দুই কোটি সাত লাখ টাকা পেয়েছি। একইসঙ্গে এক হাজার ৪০০ মেট্রিক টন চাল, এবং ১৩ হাজার প্যাকেট শুকনো খাবার। সেগুলো আমরা বিভিন্ন উপজেলায় বিতরণ করেছি।

বসুন্ধরা গ্রুপের ফরেন অ্যাডভাইজার ড. সাজ্জাদ হায়দার জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে এসময় বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বন্যার্তদের জন্য ত্রাণ তো দিচ্ছেনই, এছাড়া নগদ টাকাও পাঠাচ্ছেন সব জায়গায়। বসুন্ধরা সবসময় মানুষের পাশে আছে জানিয়ে তিনি বলেন, আজকে এখানে ত্রাণ হস্তান্তর করা হলো। একটি গ্রুপ এরই মধ্যে কানাইঘাট চলে গেছে। আরেকটা গ্রুপ মৌলভীবাজার যাবে। সিলেটে আজকে ত্রাণ দিলাম, আরো দেওয়া হবে। আগামীকাল প্রায় ১০ হাজার প্যাকেট ত্রাণ যাবে উত্তরবঙ্গে, কুড়িগ্রামে, নীলফামারিতে। এভাবে আমাদের চলতেই আসে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।

সিলেটে এবার নতুন করে বন্যার্তদের জন্য ৮ হাজার প্যাকেট খাবার দিলো দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। জেলা প্রশাসনের কাছে সাড়ে ৫ হাজার প্যাকেট খাবার হস্তান্তর ছাড়াও সিলেটের কানাইঘাট উপজেলায় আরো আড়াই হাজার প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে আজ। এসব খাবারের প্যাকেটে রয়েছে ৫ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, ২৫০ গ্রাম করে মুড়ি, দেড় লিটার মিনারেল ওয়াটারের বোতল এবং ১০ প্যাকেটের এক বক্স করে খাবার স্যালাইন।

এর আগে গত মে মাসে সিলেটে প্রথম দফা বন্যার সময় দুই দফায় ২০ হাজার প্যাকেট খাবার পাঠায় বসুন্ধরা গ্রুপ। এর মধ্যে সিলেট জেলার বন্যা দুর্গতদের জন্য প্রথম দফায় ৭ হাজার প্যাকেট ও দ্বিতীয় দফায় ৫ হাজার প্যাকেট খাবার। একই সময়ে সুনামগঞ্জ জেলার বন্যার্তদের জন্য প্রথম দফায় ৩ হাজার প্যাকেট ও দ্বিতীয় দফায় ৫ হাজার প্যাকেট খাবার দেওয়া হয়।