খোলাবাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ঃ দেশের বন্যা দুর্গত মানুষের সহায়তায় সাউথইস্ট ব্যাংক লিমিটেড মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে দশ কোটি টাকা অনুদান প্রদান করেছে।
গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন উপস্থিত ছিলেন।