খোলাবাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যায়ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে যমুনা ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা প্রদান করেছে।গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এবং ব্যাংকের পরিচালক মোঃ মামুদুলহক।এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি)’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মর্কতাগণ উপস্থিত ছিলেন।