Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ঃ বাংলাদেশ ব্যাংক-এর কর্মকর্তাদের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর পরিচালনা পর্ষদের বিশেষ সভা (৫৪৯তম) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ৩০ জুন ২০২২ তারিখ সকাল ১০:৩০ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ রইছউল আলম মন্ডল। সভায় ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ এমদাদ হোসেন সেখ; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ সাহেদ আলী তাঁদের নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালী এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত বোর্ড সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর জন্য পরিচালিত গত ৩০.০৬.২০২১ তারিখ ভিত্তিক পরিদর্শন প্রতিবেদনের পরিপালন বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং রাকাব কর্তৃক প্রতিবেদনে উপস্থাপিত আপত্তিসমূহের নিষ্পত্তিমূলক জবাব প্রদান করায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। সভায় ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকে আরও শক্তিশালী করার জন্য পরামর্শ প্রদান করা হয়। বিশেষ সভা শেষে বিকেলে পরিচালনা পর্ষদের ৫৫০তম সভা অনুষ্ঠিত হয় যেখানে ১৩টি এজেন্ডা নিয়ে বিশদ আলোচনান্তে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যরকম