Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ৬ জুলাই, ২০২২ঃ বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ তহবিলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গতদের সহায়তার জন্য এক  কোটি টাকা অনুদান  প্রদান করে রূপায়ণ গ্রুপ।

বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম এন ডিসি ,পিএসসি এর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন এবং রূপায়ণ গ্রুপের  ডিরেক্টর ও রাতুল প্রোপার্টিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল।

এসময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা  এ এস এম শায়খুল ইসলাম ও  রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান।

জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিক এরিয়া  মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম এন ডিসি ,পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোন দূর্যোগপূর্ন সময়ে জনগনের পাশে দাঁড়ায়। এ  বারের অধ্যায়টিও সেরকম। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সেনাবাহিনী প্রধানের তত্ত্বাবধানে  বন্যার্তদের সাহায্য করছি।

মূলত ঢাকাতে আমরা রিলিফগুলি কো-অর্ডিনেশন করছি এবং আর্মি হেড কোয়ার্টার এর মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের বন্যাদূর্গতদের ত্রাণগুলি পাঠাচ্ছি । রূপায়ণ গ্রুপ অনেক দায়িত্ব নিয়ে যে পরিমান অর্থ সহায়তা করেছে সেটা বন্যা দূর্গতদের জীবন উন্নয়নে  অনেক প্রভাব বিস্তার করবে। আমি অবস্থাসম্পন্ন ব্যক্তিদের  প্রতি আহ্ববান করি বন্যা দূর্গতদের সাহায্য করার জন্য। বংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে  রূপায়ণ গ্রুপকে আমি আবারো ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, রূপায়ণ গ্রুপ প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাস মহামারী, শিক্ষা ও চিকিৎসাখাতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে সবসময় অগ্রনী ভুমিকা পালন করে আসছে।