Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ঃ খেলাফত হোসেন খসরু, পিরোজপুর জেলা প্রতিনিধি: গত বুধবার (২০ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সভাপতি মান্নাফীর ধৃষ্টতাপূর্ন বক্তব্যের প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হলে পুলিশ পোষ্ট সেখানে আটকে দিলে সেখানেই প্রতিবাদ সভা করে  দলের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন।

বিক্ষোভ মিছিলে অধ্যাপক আলমগীর হোসেন বলেন , আওয়ামী লীগের মধ্যে শিষ্টাচারের অভাব রয়েছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার ঔদ্ধ্যতপূর্ণ বক্তব্যের তীব্র ঘৃণা জানাচ্ছি। সেই সাথে মান্নাফী তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তাকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে না হয় এর জবাব রাজপথেই দেওয়া হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসিব মান্নান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাঈনুল মিথুন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শেখসহ আরো অনেকে ।  এছাড়া শতাধিক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী এক সভায় বলেন, ‘তারেক জিয়া একজন কুলাঙ্গার। সে বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে। শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোনদিন দেশে আসতে দেওয়া হবে না। আর যদি আসে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর জিভ কর্তন করবে।’