খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায়বন্যাদূর্গত অসহায় মানুষের সাহায্যার্থে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদঅর্থ সহায়তাপ্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:। এ উপলক্ষে ২৭ জুলাই ২০২২ তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহীর আঞ্চলিক প্রধান মোঃ রেজাউল ইসলাম। এ সময়,ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ শফিকুল ইসলাম, রংপুর শাখার ব্যবস্থাপক জনাব শিশ মোঃ আবু হানিফাসহ অন্যান্য কর্মকর্তাগণউপস্থিত ছিলেন ।