খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ঃ ২৮ জুলাই ২০২২ তারিখ সকাল ১১:০০টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল সভাপতিত্বে ব্যাংক-এর প্রধান কার্যালয় ভবনের বোর্ড রুমে রাকাব পরিচালনা পর্ষদের ৫৫১তম সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ এর অতিরিক্ত পরিচালক মোঃ এমদাদ হোসেন সেখ; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ এর উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সভার শুরুতে পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে নতুন যোগদান করায় মোঃ সাবিরুল ইসলাম ও মোঃ আব্দুর রউফ কে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান। সভায় ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর বিস্তারিত আলোচনা শেষে বেশ কিছু ব্যবসায়িক ও প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয়।