Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ঃ আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৮ জুলাই, ২০২২ তারিখেগ্লোবাল ইসলামী ব্যাংকের তিনটি উপশাখার উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জের বাজিতপুর, বগুড়ার মাঝিরা এবং নারায়নগঞ্জের ভক্তবাড়ি বাজারে এই উপশাখা তিনটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে এই নতুন তিনটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিস্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।