
খোলাবাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ঃ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,আওয়ামী লীগদেশটাকে ফোকলা করে দিয়েছে। সরকারের দুর্নীতি ,লুটপাট ,অব্যাবস্থাপনা ও অপরিনামদর্শী সিদ্ধান্তে চরম অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। সরকার সঙ্কট আড়াল করতে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।
এমরান সালেহ প্রিন্স আজ ২৯ জুলাই ,শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের মহিষলেটিটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা অর্থপাচার থেকে শুরু করে ছাগল চুরিসহ এমন কোনও অপরাধ নেই ,যা তারা করছে না।তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ উৎপাদন ও শক্তিশালী অর্থনীতির দাবী যে কতটা অন্তঃসার শুন্য চলমান দুর্বিসহ লোডশেডিং এবং নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি তা প্রমাণ করে।শতভাগ বিদ্যুৎ উৎপাদন, অর্থনৈতিক স্বয়ম্ভরতা, দারিদ্র মুক্তির কথা তারা লোডশেডিং, দারিদ্রতাকে যাদুঘরে পাঠানোর ঘোষনা দিয়েছিল।আর বাস্তবতা হলো,লোডশেডিং ,দারিদ্রতা আজ ঘরে ঘরে।ঘরে ঘরে বোবাকান্না ।নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ৫০ ভাগ মানুষ দুই বেলা খেতে পায় না।

ভোটাধিকার হরণকারী সরকার অনুগত প্রশাসনকে অপব্যাবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। তিনি বলেন,সরকারের পায়ের নিচে মাটি নাই,মাথার ওপর ছায়াও সরে যাচ্ছে। সরকার নার্ভাসনেসে ভূগছে উল্লেখ করে প্রিন্স বলেন, সে জন্য তারা একেক জন একেক রকম কথা বলছে,তাদের কথা ও কাজ অসংলগ্ন ও প্রতারণামূলক।নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি গণদাবীতে পরিণত হয়েছে।গণদাবী উপেক্ষা করে আওয়ামী লীগ নিজেদের অধীনে আবাও নির্বাচন করতে গেলে ভয়াবহ পরিণতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে ।
তিনি নেতাকর্মীদের প্রতি জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন দেশ ও জনগণকে বাঁচাতে অচিরেই চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। যে কোনও মূল্যে সেই আন্দোলন সফল করতে হবে।

ভূবনকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম , জেলা বিএনপি সদস্য অধ্যাপক আমজাদ আলী , আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, হোসেন আলী, আবদুস সাত্তার, হাফিজ উদ্দিন বিএসসি, আল আমিন চমক,রমজান আলী জহির, ইসমাইল হোসেন, দুলাল সরকার, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা যুবদলের সদস্য আবদুল মালেক সোহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম আলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মির্জা তাইয়েব,পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক অনন্ত প্রমুখ বক্তব্য রাখেন।