Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খোলাবাজার২৪, শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ঃ খেলাফত হোসেন খসরু, পিরোজপুর জেলা প্রতিনিধি: সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১শে জুলাই পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত।

সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের বলেন, বিদ্যুতের লোডশেডিংকে যারা জাদুঘরে পাঠানোর দম্ভোক্তি করেছিলেন, এখন তারা জনগণের সামনে মুখ দেখান কী করে? উন্নয়নের নামে জনগণের টাকার যথেচ্ছ ব্যবহার করে এই সরকার লুটপাটের একটি মহাকাব্য রচনা করেছে, যা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে।
আজ বিকালে দলীয় কার্যালয়ে লোডশেডিংয়ের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত পিরোজপুরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুর বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ৩১শে জুলাই রবিবার সকাল ১০টায় দলীয় বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য এ্যাড. আবুল কালাম আকন, জেলা বিএনপির সাবেকসহ সভাপতি আব্দুস সালাম বাতেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, জেলা মহিলাদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।