খোলাবাজার২৪, রবিবার, ৩১ জুলাই, ২০২২ঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১শে জুলাই রবিবার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস সভায় সভাপতিত্ব করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ডঃ নাহিদ হোসেন সরকারের প্রতিনিধি হিসেবে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক সাবেক অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান, মোঃ আবু হানিফ খান, সাবেক অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, কাজি শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী আলমগীর উপস্থিত ছিলেন।