খোলাবাজার২৪, বুধবার, ০৩ জুলাই, ২০২২ঃ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০২১ -২০২২ অর্থবছরে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ সম্মাননা অর্জন করেছে।
ব্যাংকের এসইভিপি ও চীফ ফাইনান্সিয়াল অফিসার ওয়ালিদ মাহমুদ ছোবহানী, এফসিএমএ ০২ আগস্ট কর অঞ্চল ০১, ঢাকার কনফারেন্স হলে এনবিআর- এর বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা সনদ গ্রহণ করেন।
বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)- এর কর কমিশনার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চল-৩ এর কর কমিশনার মোঃ নাজমুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কর অঞ্চল-৭ এর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।