Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২২ঃ বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ প্রকল্পের আওতায় লিডিং পার্টনার হিসেবে ঢাকার গাবতলী গরুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ সফলভাবে পরিচালনা করায় ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। ৩ আগস্ট ২০২২ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ.ফ.ম কামালউদ্দিনের নিকট সম্মাননা হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খুরশীদ আলম ও অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ জিয়াউল হক, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুরুল হক উপস্থিত ছিলেন।