Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ঃ যথাযোগ্য মর্যাদায় উনিয়ন ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস ২০২২পালিত। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়, ৭২, বাহেলা টাওয়ার, গুলশান-১, ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
এ উপলক্ষে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য বিতরণ এবং বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও নির্বাহীবৃন্দ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।