খোলাবাজার২৪, বুধবার, ১৭ আগস্ট, ২০২২ঃ দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার হাফ ইয়ারলি সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কনফারেন্সের মাধ্যমেই রূপায়ণ সিটি ব্রান্ডের পরবর্তী ছয় মাসের পথচলার পরিকল্পনা তুলে ধরেন সেলস এবং মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ ।
সম্প্রতি গাজীপুরের ব্র্যাক সিডিএম এর কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান, হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমন, হেড অব মার্কেটিং গোস্বামী অসীম রঞ্জন সহ অন্যান্য ক্লাস্টার হেডগণ। সেলস বিভাগের টীম লীডারদের মঞ্চে বসার সুযোগ করে দিয়ে কো- চেয়ারম্যান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দর্শকদের আসনে বসে পরেন।
রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান সেলস পার্সনদের উদ্দেশ্যে বলেন, আপনারা অর্ধ বছরে যে অর্জন করেছেন সেটা প্রশংসনীয়। বাকি অর্ধ বছরেও এই ধারা অব্যহত রাখবেন। আপনাদের সকল প্রকার সহযোগিতা দেয়ার জন্য আমি প্রস্তুত আছি।
রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, আজকের তরুন নেতৃত্বই আগামী দিনে প্রতিষ্ঠান ও দেশ পরিচালনা করবে । সুদৃঢ় মনোবল এবং নির্দিষ্ট গন্তব্যে পৌছানোর স্বপ্নই আজকের টীম লিডারদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দিবে।
কনফারেন্সে সার্বিক পারফরমেন্সের ভিত্তিতে সম্মাননা দেওয়া হয় বিক্রয় কর্মকর্তাদের। তানভীর আহমেদ সিদ্দিকী (ডেপুটি ম্যানেজার), সাইমন সিদ্দিকী (এসিস্টেন্ট ম্যানেজার), এস এম রুবেল (সিনিয়রএক্সিকিউটিভ) এবং রাকেশ ঘোষ (এসিস্টেন্ট ম্যানেজার) হয়েছেন টপ সেলস ম্যান। এ কে এম খালিদ শাহীন (ম্যানেজার), রিফাত উল ইসলাম (ম্যানেজার) এবং এ এইচ এম মোর্শেদআলম (সিনিয়র ম্যানেজার) হয়েছেন টপ টীম লিডার। এ জেড এম তানভীর আহাদ (জেনারেল ম্যানেজার) এবং আশিকুর রহমান (ডেপুটি জেনারেল ম্যানেজার) হয়েছেন টপ ক্লাস্টার হেড, নাইমুল হক (এক্সিকিউটিভ) হয়েছেন এমারজিং পারফরমার, সোহেল মাতব্বর (সিনিয়র এক্সিকিউটিভ), সজীব আহমেদ সায়ান (এসিস্টেন্ট ম্যানেজার) এবং রাকেশ ঘোষ (এসিস্টেন্ট ম্যানেজার) হয়েছেন টপ রেভিনিউ জেনেরেটর (সেলার), রিফাত উল ইসলাম (ম্যানেজার) , এ এইচ এম মোর্শেদ আলম (ম্যানেজার ) এবং গাজী মাসুদুর রশিদ (ম্যানেজার) হয়েছেন টপ রেভিনিউ জেনেরেটর (টীমলিডার) , সজীব আহমেদ সায়ান (এসিস্টেন্ট ম্যানেজার) হয়েছেন কনসিস্টেন্ট পারফরমার (সেলার), রিফাত উল ইসলাম (ম্যানেজার) হয়েছেন কনসিস্টেন্ট পারফরমার( টীমলিডার) এবং রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া মেহেদী হাসান (মিডিয়া কোঅর্ডিনেটর) পেয়েছেন দি মিডিয়া উইজার্ড এওয়ার্ড।