
খোলাবাজার২৪, মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ঃ আওয়ামী লীগের বিশ্বাস যোগ্যতা, গ্রহনযোগ্যতা, জনপ্রিয়তা তলানীতে এসে ঠেকেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে বিদেশে কেউ তাদের বিশ্বাস করে না। তাদের কথা ও কাজে কোনও মিল নাই। তাদের দূর্ণীতি, লুটপাট, গণবিরোধী, আগণতান্ত্রীক কার্যকলাপের ফলে দেশ আজ মাফিয়া-বাজিগরদের কবলে, রসাতলের পথে।
মানুষের জীবন আজ বিপন্ন। এই অবস্থা চলতে পারে না।
তৃণমূলে আন্দোলন জোরদার করতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে চাড়িয়া বাজারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছিলেন।
বিক্ষোভ সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, মানুষ চরম অর্থনৈতিক সঙ্কটে। মানুষের আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। বেকারত্বের সংখ্যা বাড়ছে। অন্য দিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দফায় দফায় বাড়ছে। গ্রাম-শহরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, চুরি-ডাকাতি হচ্ছে। মানুষন আজ অসহায়। সাত দিনের বাজার করতে যেয়ে দাম শুনে বিচলিত-হতচকিত হয়ে তিন দিনের বাজারও করতে পারছে না। ঘন্টায় ঘন্টায় লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। সার,জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিতে খরায় ফসলের ক্ষেত চৌচিড় হওয়া কৃষক ধান উৎপাদন নিয়ে দিশেহারা। তিনি বলেন, এসব কিছুর মূলে সরকারের ব্যর্থতা,ভ্রান্ত নীতি,দুর্নীতি, অব্যাবস্থাপনা,অপরিনামদর্শী সিদ্ধান্ত ও দুঃশাসন দায়ী। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ। এখন নিজেদের ব্যর্থতা,দুঃশাসন আড়াল করতে লাগামহীন মিথ্যাচার করছে। তিনি ব্যর্থতার দায় দায়িত্ব স্বীকার করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন অন্যথায় শেচনীয় পরিস্থিতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে।

৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এখলাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপির সহ সভাপতি ইব্রাহিম খলিল,সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল খান , জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, বিএনপি নেতা মাহবুবুল আলম বাবুল, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মোমেন শাহীন,মৎস্যজীবী দলের আহ্বায়ক ফেরদৌস আহমেদ হযরত,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ্,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক, রাজু খান,দেলোয়ার হোসেন,সিরাজুল ইসলাম,মোস্তাক আহমেদ, জেলা মহিলা দলের সদস্য ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,কৃষক দলের আহ্বায়ক হাবিবুর রহমান রিপন,ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, ছাত্রদলের সভাপতি নাইম মন্ডল,সাধারণ সম্পাদক তন্ময় সরকার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।