খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকের সাথে সিএমএসএমই খাতে মেয়াদী ঋণের বিপরীতে ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণ চুক্তি সম্পাদন করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথি এবং ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ জাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন।