খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ঃ দীর্ঘ ৩৯ বছরের বর্ণিল ও বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ার শেষ করলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের এমডি এবং সিইও মোহম্মদ শামস্- উল ইসলাম। তিনি ১৯৮৪ সালে অগ্রণী ব্যাংক লিমিটেডে ফিন্যান্সিয়াল আ্যানালিস্ট হিসেবে যোগদান করে তার কর্মজীবন শুরু করেন।
তার শেষ কর্মদিবসে অগ্রণী ব্যাংক লিমিটেডের নির্বাহী, কর্মকর্তা এবং কর্মচারীদের সমন্বয়ে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।
বিশেষ অতিথি ছিলেন- অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, তানজিনা ইসমাইল এবং শাহাদাত হোসেন।
উপ- ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম এবং মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপকবৃন্দ, উপ- মহাব্যবস্থাপকরা, সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ এবং কেন্দ্রীয় অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কর্মচারী সংসদ (সিবিএ)-এর সভাপতি, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর সভাপতিসহ সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংক চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত এমডি এবং সিইও-এর বিভিন্ন অবদান, অর্জন তুলে ধরে তার সঙ্গে থাকা বিষয়ে স্মৃতিচারণ করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় পরিচালকবৃন্দরা এমডি এবং সিইও-এর সাথে কাজের স্মৃতিচারণ করেন।
সম্মানিত অতিথির বক্তৃতায় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এমডি এবং সিইও-এর বিভিন্ন গুণাবলীর বিষয়ে উল্লেখ করেন।
এছাড়াও বক্তব্য দেন- মহাব্যবস্থাপক, উপ- মহাব্যবস্থাপক,অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, সিবিএর সভাপতি, সাধারণ সম্পাদক , মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর সাধারণ সম্পাদক এবং স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ-এর সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-এর সভাপতি।