Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ঃ সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনবলে বদলী আদেশপ্রাপ্ত হয়ে  মোঃ জাহিদুল হক ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড এবং মহাব্যবস্থাপক হিসেবে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (BHBFC)-এ দায়িত্ব পালন করেছেন। মোঃ জাহিদুল হক ১ জানুয়ারী ১৯৯০ তারিখে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) হিসেবে বাংলাদেশ শিল্প ব্যাংক (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (BDBL)-এ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ১৯৯৫ সালের ১৯ নভেম্বর তিনি প্রিন্সিপাল অফিসার হিসাবে BHBFC তে যোগদান করেন। জনাব মোঃ জাহিদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।