Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ঃ দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার রূপায়ণ ম্যাজেস্টিক ফেইজের ১১ টি  ভবনের ৩১৫ টি কন্ডো এপার্টমেন্ট  গত শুক্রবার রাতে গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিক  হস্তান্তর করা হয়।

পবিত্র কোরআন তেলওয়াত এর পরে রূপায়ণ সিটি উত্তরার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান,  পরে অতিথিদের নিয়ে রূপায়ণ সিটি উত্তরার  গ্রাহকদের মাঝে  কন্ডো এপার্ট্মেন্ট হস্তান্তর  এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রূপায়ণ চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এবং কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। এরপর রূপায়ণ সিটি উত্তরার  হেড অব কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)  আহসান হাবিব প্রজেক্টের প্লানিং ডিজাইন ও কনস্ট্রাকশন  নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বক্তব্য রাখেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) পি জে উল্লাহ, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির  আলী খান রাতুল এবং  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  জনাব শরীফ আহমেদ।

রূপায়ণ সিটি উত্তরার ডিরেক্টর সেলস রেজাউল হক লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের মা ফরিদা বেগম, ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমা, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, ভাইস চেয়ারম্যান নওরীন জাহান মিতুল এবং ডিরেক্টর সাইফ আলী খান অতুল, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদসহ  সন্মানিত গ্রাহক এবং প্রতিষ্ঠানের  উর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য রূপায়ণ সিটি উত্তরার রয়েছে ৬৩ শতাংশ খোলা জায়গা, সবুজ খেলার মাঠ, সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ জগিং ট্রাক, কমিউনিটি স্পেস, ইনডোর গেইমস জোন, কমিউনিটি ক্লাব, কর্নার শপ , মসজিদ,  স্যুয়ারেজ  ট্রিটমেন্ট প্লান্ট সহ আধুনিক নগর জীবনের সকল আয়োজন।