Wed. Oct 22nd, 2025
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ঃ ঢাকার ভাটারায় এক্সিম ব্যাংকের ভাটারা উপশাখার উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর ২০২২ এক্সিম ব্যাংকের সাতারকুল শাখার অধীনে পরিচালিত এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মইদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদা খানম বলেন, এক্সিম ব্যাংক একাধারে আধুনিক ও ইসলামি ব্যাংকিং এর সমন্বয়ে দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাংকের বহুমূখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের ভাটারা উপশাখার সাথে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপশাখা উদ্বোধন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভাটারা উপশাখার মাধ্যমে এ এলাকার জনগণ এক্সিম ব্যাংকের আন্তরিক সেবা পাবে বলে আশা প্রকাশ করেন।