Wed. Oct 22nd, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ০২ অক্টোবর, ২০২২ঃ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) ২ অক্টোবর ২০২২, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে “ইফেক্টিভ ইন্টারনাল অডিট প্রসিডিউর” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। আইবিটিআরএর প্রিন্সিপাল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল মামুন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সিরাজুল আলম ও মোঃ রুহুল আমিন । এ সময় ব্যাংকের অডিট অ্যান্ড ইনেস্পেকশন ডিভিশনের ১০০ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।