Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪,  সোমবার, ১০ অক্টোবর, ২০২২ঃ অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাংকের সফটওয়্যারের মাধ্যমে ইউজার ফি এবং রেভিনিউ সংগ্রহের অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার, অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের উপমহাব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাস, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সহকারী মহাব্যবস্থাপক বিজয় বড়–য়া, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।