Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২: পিরোজপুর-১৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ্যানী রহমান। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে থাইল্যান্ডের বুমরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে অবস্থান করা মাকসুদুর ইসলাম লিটন জানান, বুধবার এ্যানী রহমানের মরদেহ দেশে নিয়ে আসা হবে। এরপর পিরোজপুর নিয়ে তার নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শেখ এ্যানী রহমান ২০১৯ সালে সংরক্ষিত আসন ১৯ (পিরোজপুর) এর সংসদ সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে চাচা। শেখ এ্যানী রহমান পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার পিতা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের একজন সংগঠক।

মৃত্যুকালে তার বয়স ৬৩ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর চাচি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সাবেক এম এন এ এনায়েত খানের জ্যেষ্ঠ কন্যা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনিত সংরক্ষিত নারী আসনে পিরোজপুর-১৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।

শেখ এ্যানী রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মজিবুর রহমান খালেকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।