Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বৃহস্পতিবার১৩ অক্টোবর২০২২: পিরোজপুর-১৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের প্রথম নামাজে জানাজা পিরোজপুরে এবং দ্বিতীয় নামাজের জানাজা ঢাকার শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ) তার প্রথম জানাজা নামায এবং ঢাকার বনানী কবরস্থানে আসর নামায বাদ দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল বুধবার রাত ৮ টায় সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে সকাল ১০টায় এয়ার এম্বুলেন্সে ঢাকা থেকে পিরোজপুর আনা হয়। পিরোজপুরে প্রথম জানাজা শেষে তার মরোদেহ পাড়েরহাট রোড়ে মহিলাকলেজের সামনের বাসায় নিয়ে কিছুক্ষণ রাখা হয়। এরপরে দুপুর দেড়টার দিকে এয়ার এম্বুলেন্সে করে তাকে পুনরায় ঢাকায় নেয়া হয়। বৃহস্পতিবার বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে ২য় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে দুপুরে পিরোজপুরে জানাজায় অংশ নেন মরহুমার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন, একমাত্র পুত্র শেখ খালিদ অরিন্দম তান, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ শাহরান নাসের তন্ময়, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। জানাজা নামায শেষে পর্যায়ক্রমে শেখ এ্যানি রহমানের মরোদেহে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংসদ সদস্য শেখ এ্যানি রহমান গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১.৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দীর্ঘ দিন যাবত কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।