Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার১৭ অক্টোবর২০২২: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংক, ভারত থেকে ক্রেডিট গ্যারান্টি সুবিধা পাওয়ার জন্য ট্রেড অ্যাসিসটেন্স প্রোগ্রামের (টিএপি) অধীনে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশান এভিনিউতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া, মুম্বাই প্রধান কার্যালয়ের মুখ্য মহাব্যবস্থাপক ও সিএফও জনাব তরুন শর্মা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত লেনদেন সহজ করার জন্য এক্সিম ব্যাংক লাইন অব ক্রেডিট সুবিধা প্রদান করবে; যার আওতায় এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে এবং বিদেশি প্রতিসঙ্গী ব্যাংকের অনুকূলে গ্যারান্টি ইস্যু করবে। অন্যদিকে, বিদেশি প্রতিসঙ্গী ব্যাংক শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এলসি কনফার্ম করবে ও বায়ার্স ক্রেডিট সুবিধা প্রদান করবে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের গ্রহণযোগ্যতা অধিকতর বৃদ্ধি পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও এম. আখতার হোসেন, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া (এক্সিম ব্যাংক, ভারত) হেড অফিস, মুম্বাইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার পুষ্পেশ ত্যাগী, আবাসিক প্রতিনিধি প্রিয়াংশু তিওয়ারি, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা প্রতিনিধি অফিসের প্রধান ব্যবস্থাপক অলক বড়ুয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।