Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, মঙ্গলবার১৮ অক্টোবর২০২২: ১৮ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ৩:০০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয় চত্বরে শিশু-কিশোরদের উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন কর্মসূচীতে অংশগ্রহণ করেন রাকাব, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন; ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; অধ্যক্ষ, প্রশিক্ষণ ইনস্টিটিউট; প্রকল্প পরিচালক, এসইসিপি, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; উপ-মহাব্যবস্থাপক, এলপিও, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন এবং অফিসার্স ফোরামের নেতৃবৃন্দসহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তাদের ছেলে মেয়েরা। এছাড়াও শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু অঙ্গনে সকালে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে বিকালে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রধান কার্যালয়ে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে ও ব্যাংকের ওয়েব সাইটের মাধ্যমে সারাদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জীবনের ঘটনাপ্রবাহ এবং ‘শেখ রাসেল দিবস-২০২২’ নীতিমালার নির্দেশনা অনুযায়ী তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের ওয়েব সাইট হতে সংগৃহিত থিম সং, অডিও ভিজ্যুয়াল; স্মৃতির উপর নির্মিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলিসহ ভিডিও ক্লিপ ও ফুটেজ প্রচার করা হয়।