খোলাবাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০২২: নোয়াখালীর মাইজদী কোর্টে এক্সিম ব্যাংকের ১৪৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ (অক্টোবর ২২, ২০২২) মাইজদী কোর্ট শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোঃ হুমায়ূন কবীর ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইজদী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চেীধুরী সেলিম, চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান এ্যডভোকেট ওমর ফারুখ এবং ব্যাংকের কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হুমায়ূন কবীর বলেন এক্সিম ব্যাংক দেশের সকল এলাকাকে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকে, এরই ধারাবাহিকতায় নোয়াখালীর মাইজদীতে ব্যাংকের এই শাখা আজ উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে।