খোলাবাজার২৪, শনিবার, ২২ অক্টোবর, ২০২২: পিরোজপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার সকাল থেকে গণ অনশন-গণ অবস্থান কমসূচি পালিত হয়।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর আয়োজনে গণ অনশন বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী । আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক দোলা গুহ এছাড়া আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর আয়োজনে গণ অনশন বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি মজুমদার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী । আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক দোলা গুহ এছাড়া আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে সকাল-সন্ধ্যা গণ-অনশন পালন করা হয়।হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর গণ-অনশন কর্মসূচি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার এডভোকেট চণ্ডীচরণ পালকে পানি খাওয়াইয়া গণ-অনশন ভঙ্গ করেন।