Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, বুধবার, ২৬ অক্টোবর২০২২: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঢাকার ফ্যান্টাসী কিংডমে ‘স্বপ্নপূরণের একদিন’ নামে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পথশিশু ও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ-উৎসবে পরিপূর্ণ একটা দিন উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ফ্যান্টাসী কিংডমে শিশুরা দিনভর বিভিন্ন রাইড উপভোগ করেছে। তাদের জন্য কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলার আয়োজন ছিল যেখানে আকর্ষণীয় বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে। ব্যবস্থা ছিল বিশেষ ম্যাজিক শো প্রদর্শনের। প্রদান করা হয়েছে তাদের পছন্দের বিশেষ খাবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণের আঞ্চলিক প্রধানদ্বয়, বিভিন্ন শাখা প্রধানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।