খোলাবাজার২৪, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২: দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলামকে আহ্বায়ক ও চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
সম্প্রতি ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে সংগঠনের এক মতবিনিময় সভা শেষে ১৫ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব খোন্দকার শাহিদুল হক। মঙ্গলবার সমিতির এক সংবাদবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
কমিটির বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীরা হলেন- যুগ্ম আহ্বায়ক গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনকি কর্মকর্তা খোন্দকার শাহিদুল হক ও ঢাকার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের খালিদ হোসেন।
নির্বাহী সদস্যরা হলেন- ময়মনসিংহ ডিসি কার্যালয়ের বদরুল আলম, সিরাজগঞ্জ ডিসি কার্যালয়ের আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আব্দুল কাদের, চুয়াডাঙ্গা ডিসি কার্যালয়ের মেহেদী হাসান, গোপালগঞ্জ ডিসি কার্যালয়ের ইদ্রিস আলী সরদার, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হাবিবুর রহমান, ঝালকাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের রফিকুল ইসলাম, নোয়াখালী ডিসি কার্যালয়ের আবু বকর ছিদ্দিক, রংপুর ডিসি কার্যালয়ের মামুন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আব্দুস সামাদ, নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কর্মকর্তা কার্যালয়ের নাছির উদ্দিন তালুকদার।