খোলাবাজার২৪, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২: মো: হাবিবুর রহমান গাজী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) নতুন ‘ ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও’ হিসেবে যোগদান করেছেন । অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি এই নিয়োগ দেয়। এর আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। জনাব হাবিবুর রহমান ১৯৮৮ সালে জনতা ব্যাংক লিমিটেডে এ সিনিয়র অফিসার হিসেবে যোগদান এর মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। জনতা ব্যাংকে তিনি ব্রাঞ্চ, এরিয়া অফিস, বিভাগীয় অফিস ও প্রধান কার্যালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। জনাব মো: হাবিবুর রহমান গাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে এম.এস.সি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য পেশাগত ট্রেনিং ও কর্মশালায় অংশ গ্রহণ করেছেন।