Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২ সপ্তাহব্যাপী নেদারল্যান্ডস এর বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ঠোঁট কাটাতালু কাটা ও পোঁড়া রোগীদের বিনামূল্যে সার্জারি ক্যাম্পের এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারপল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (এমপি)। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যানমুন্সিগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিসাবেক এমপি ও মুন্সিগঞ্জের কৃতি সন্তান আলহাজ্ব নূর মোহাম্মদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদপ্রধান কার্যালয় ও ব্যাংকের বিভিন্ন শাখার উর্ধ্বতন কর্মকতাবৃন্দস্থানীয় জনপ্রতিনিধিগন্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক জনগণ। উল্লেখ্য যে প্রায় ৬৩৪ জন ঠোঁট কাটাতালুকাটা ও পোঁড়া রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি ২৫০ জন রোগীকে প্লাস্টিক সার্জারীর জন্য তালিকাভুক্ত করা হয়।