Wed. Apr 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২: মূলধনের পর্যাপ্ততা, সম্পদের উন্নতমান, সুষ্ঠু তহবিল ব্যবস্থাপনা, পর্যাপ্ত আয় ও লাভ, দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা, জাতীয় অর্থনীতিতে অবদান, বিধিবদ্ধ নিয়মাবলীর সঠিক অনুসরণ, সকল কার্যক্রমে স্বচ্ছতা, সর্বোপরি সুশাসন অনুসরণ এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য এক্সিম ব্যাংক-কে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) বিভাগে আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২১ প্রদান করেছে।

সম্প্রতি ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে এক্সিম ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ ফিরোজ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিএমএবির সভাপতি মোঃ মামুনুর রশিদ এবং এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী ও উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ আরও বিশিষ্টজনেরা।