খোলাবাজার২৪, বৃহস্পতিবার , ০৮ ডিসেম্বর, ২০২২: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮৬তম দারুস সালাম রোড শাখা মিরপুর-১, ৫/এইচ, দারুস সালাম রোডের সংহিতা ভবনে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি এসবিএসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অন্যতম পরিচালক মোহাম্মদ নাজমুল হক উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আজীম, এ কে এম রাশেদুল হক চৌধুরী, প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের প্রধানগণ এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১১০টিতে উন্নীত হলো।