খোলাবাজার২৪, সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২: মোঃ আলমগীর হোসেন,
পিরোজপুর জেলার কাউখালী উপজেলাতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এ প্রতিপাদ্য নিয়ে “জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস” উদযাপিত হয়েছে।সোমবার সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শহরের একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন কবির, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা ভেটনারী সার্জন ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, সাংবাদিক রিয়াদ মাহামুদ প্রমুখ।