খোলাবাজার২৪, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২: সম্প্রতি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের “বার্ষিক ঝুঁকি সম্মেলন – ২০২২” অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন।
উক্ত সম্মেলনে বিভিন্ন ঝুঁকি এবং ঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা নুরুদ্দিন মোঃ সাদেক হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাছুম উদ্দিন খাঁন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর কবির, এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফিরোজ হোসেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়েরে সকল বিভাগীয় প্রধান/ইনচার্জবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের সকল শাখা প্রধান ও অপারেশন ম্যানেজারগণ সহ সকল অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জ এবং সকল উপশাখার ইনচার্জবৃন্দ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
টেকসই ব্যাংকিং উন্নয়নের জন্য যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা ছিল সম্মেলনের প্রধান বিষয়। বক্তারা ব্যাংকের সম্ভাব্য সকল ঝুঁকির কথা তুলে ধরেন এবং সেসব ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সতর্কতার সাথে কাজ করার পরামর্শ দেন।