Sat. Apr 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, সোমবার, ০২ জানুয়ারি, ২০২৩: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে থাকে।

তারই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২২ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মাধবদী শাখার উদ্যোগে নরসিংদী জেলার মাধবদীতে পাইকারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধবদী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ জিয়াউর রহমান উপস্থিত থেকে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে উক্ত কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ আবুল হাশেম এবং শাখার সম্মানিত গ্রাহক জনাব হোসেন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।