Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পিরোজপুর বিশেষ প্রতিনিধিঃ  পিরোজপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১ টায় জেলা স্টেডিয়াম মাঠ সংলগ্ন একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় আয়োজিত যুব গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। যুব গেমস ৮ টি ক্যাটাগরিতে ৩ দিন ব্যপি খেলায় শতাধিক খেলোয়াড় অংশ নিবে।

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার পর ক্রীড়া ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে তা আর কোন সরকার দেয়নি।