খোলাবাজার২৪, রবিবার, ০৯ জানুয়ারী ২০২৩ইং: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গেশরী‘আহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেডচুক্তিস্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় ইউনিয়ন ব্যাংক সর্ব্বোচ্চ ৪ শতাংশ মুনাফায় কৃষিঋণ বিতরণ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খানও নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।