বিশেষ প্রতিনিধি | বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক সহযোদ্ধা ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিষদের সদ্য প্রয়াত সভাপতি ডাক্তার এস এ মালেক স্মরণে আজ ( ১২ জানুয়ারী) ভান্ডারিয়া পৌরসভা প্রাঙ্গণে ও রংপুর মহানগর রাজুখা হেফজ ও এতিমখানা প্রাঙ্গণে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দেশব্যাপী এ কার্যক্রম ঢাকার কলাবাগান থানাধীন লাল ফকির মাজার সংলগ্ন বস্তিবাসীদের মধ্যে কম্বল বিতরনের মাধ্যমে শুরু হয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য কম্বলের সাথে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়। দেশব্যাপী এ বিতরণ কার্যক্রম আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে গত ৬ জানুয়ারি
মাসব্যপী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডাক্তার এস এ মালেক এর পুত্র, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন।
ফিকামলি তত্ত্বের জনক, বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আবদুল ওয়াদুদ এর সৌজন্যে সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভান্ডারিয়ায় আজ বিতরণ কার্যক্রমের পূর্বে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগাষ্ট সকল শহীদ, জতীয় চার নেতা, ডা এস এ মালেক, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। ভান্ডারিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও পৌরসভার মেয়র ফয়জুর রশীদ খসরু, প্রিন্সিপাল আবুল বাশার বাদশা, পৌরসভা জতীয় পার্টি সভাপতি জামালউদ্দিন স্বপন মিয়া, নজরুল বিশ্বাস, শাহাবুদ্দিন শাহ বাবুল, স্বপন সিকদার, মাছুদ রায়হান, মোতাব্বির জামিল সহ অনেক স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।
রংপুর মহানগর রাজুখা হেফজ ও এতিমখানা প্রাঙ্গণে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর কমলেশ চন্দ্র , রাজুখা এতিমখানার শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী ও অনেক গণ্যমান্য স্থানীয় নেতৃবৃন্দ